ভিডিও

স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে অবিচল প্রেসিডেন্ট লুলা 

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৫:৩০ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৫:৩০ বিকাল
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় অবিরাম হামলার কারণে ইসরায়েলকে আবার একহাত নিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। তিনি আবার বলেছেন, ইসরায়েলি সরকার গাজায় যা করছে তা যুদ্ধ নয়, গণহত্যা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 


লুলা এক পাবলিক ইভেন্টে বলেছেন, গাজায় নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। তিনি তার এসব মন্তব্য পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এর আগে গত সপ্তাহান্তে তার মন্তব্য নিয়ে ইসরায়েলের ক্ষোভের কথা উল্লেখ করে গতকাল শুক্রবার লুলা বলেছেন, সাক্ষাৎকারটি পড়ুন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষণের প্রেক্ষিতে আমাকে বিচার করা বন্ধ করুন। 

এর আগে গাজায় ইসরায়েলের যুদ্ধকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেন লুলা। লুলার এমন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। গত সপ্তাহে এ নিয়ে নেতানিয়াহু বলেছেন, ব্রাজিলের প্রসিডেন্ট 'চূড়ান্ত সীমা অতিক্রম করেছেন'। তার এই মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাওয়া পর্যন্ত ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করেন। তবে ইসরায়েলের এমন প্রতিক্রিয়ার পরেও তেমন কোনো পাত্তাই দিলেন না লুলা।

আজ শনিবার এক পোস্টে লুলা বলেন, ‘আমার মর্যাদা আমি মিথ্যার বিনিময়ে দেব না। আমি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে। এই ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে মিলেমিশে থাকুক।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS