ভিডিও

রাজধানীর কাছে পুলিশ স্টেশন দখলে নিলো আরাকান আর্মি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৫:৩৩ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৫:৩৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের কাছে পোনাজিউন শহরের পুলিশ স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে।

গত বৃহস্পতিবার জান্তা বাহিনীকে পিছু হটিয়ে ওই পুলিশ স্টেশন নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে আরাকান আর্মি। খবর দ্য ইরাবতীর এর আগে সম্প্রতি সিত্তের কাছাকাছি পাকতাও নামের আরেকটি শহরের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। রাখাইন মিডিয়ার তথ্য অনুযায়ী, আরকান আর্মির পক্ষ থেকে সিত্তের

সামরিক কমান্ডারকে আত্মসমর্পণ করার বা পরাজয় স্বীকার করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়, জান্তার শক্তিশালী অবস্থানগুলো লক্ষ্য থেকে আক্রমণ চালিয়ে যাওয়ার কথা বলেছে আরাকান আর্মি। এর মধ্যে রয়েছে পোনাজিউন, রাথেডং, বুথিডং ও মংডু শহর।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS