ভিডিও

ট্রাম্প পুতিনকে চেনেন না : জেলেনস্কি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৪:১৩ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৪:১৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা ছাড়া যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পারবে না তার দেশ এবং লাখ লাখ মানুষের মৃত্যু ঘটবে। রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্যকে বুঝতে পারছেন না।

সম্প্রতি মার্কিন সিনেটর জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের ৬ হাজার কোটি ডলার সহায়তা দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে ইউক্রেন যুদ্ধের গতিপথের কোনো পরিবর্তন আসবে না। এ বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি সিএনএনকে বলেন, আমার মনে হয়, সিনেটর ভ্যান্সের এক সম্পর্কে খুব বেশি ধারণা নেই। মার্কিন কংগ্রেসম্যানরা ৬ হাজার কোটি ডলারের প্রস্তাবটি পাশ না করলে ইউক্রেনে লাখ লাখ মানুষ মারা যাবে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, অর্থ সাহায্যের বিষয়টি জানতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যেতে হবে এবং তারপর সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে। 

জেলেনস্কি বলেন, ট্রাম্প যদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন করেন তাহলে সেটা আমেরিকানদের বিরুদ্ধে যাবে। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না যে কীভাবে ট্রাম্প পুতিনকে সমর্থন করতে পারেন। এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়।’ জেলেনস্কি বলেন, ‘আমার মনে হয় যে ট্রাম্প পুতিনকে চেনেন না। ট্রাম্প তার (পুতিন) সঙ্গে সাক্ষাৎ করলেও বুঝতে পারেননি।’ তিনি বলেন, আমেরিকা কখনো রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করেনি।’ জেলেনস্কি আরো বলেন, ‘ট্রাম্প বুঝতে হবে যে পুতিন কখনো থামবেন না।’

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS