আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারিতে সহজ জয় পেতে যাচ্ছেন। যদিও তার ইসরায়েলনীতির বিরোধিতা করে কয়েক হাজার ভোটার তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এর পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে।
গাজায় ইসরায়েল যুদ্ধ নিয়ে বাইডেনের অবস্থানের বিরোধিতা করে ডেমোক্র্যাটদের প্রতি প্রেসিডেন্টকে ভোট না দিয়ে ব্যালটে ‘আনকমিটেড’ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন অ্যাক্টিভিস্টরা। ২৪ শতাংশের বেশি ভোট গণনায় ৩০ হাজারের বেশি ভোট ‘আনকমিটেড’ নির্বাচন করেছেন। বাইডেন পেয়েছেন ৮০ শতাংশের বেশি ভোট। ৮১ বছর বয়সী প্রেসিডেন্টের বিরোধিতাকারী কয়েকটি গোষ্ঠীর মতে, প্রত্যাশার চেয়ে বেশি ভোট পড়েছে ‘আনকমিটেডে’। মিশিগান নিয়মিতভাবে একটি ব্যালটে থাকা প্রার্থীর দলে সমর্থনের ভিত্তি রয়েছে কিনা তা যাচাইয়ের জন্য ‘আনকমিটেড’ বিকল্প রাখা হয়। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হওয়ার লড়াইয়ে প্রায় অপ্রতিদ্বন্দ্বী বাইডেন। এর ফলে নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি আবারও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে পারে।
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পও মঙ্গলবার মিশিগানের প্রাইমারিতে জয়ী হতে যাচ্ছেন বলে পূর্বাভাসে উঠে এসেছে। এডিসন রিসার্চ-এর তথ্য অনুসারে, আনুমানিক ৮ শতাংশ রিপাবলিকান ভোট গণনা শেষে ট্রাম্প ৬৫ শতাংশ ও নিকি হ্যালি ৩২ শতাংশ সমর্থন পেয়েছেন। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মিশিগান অঙ্গরাজ্য। এটিকে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করা হয়। ২০২০ সালের নির্বাচনে মিশিগানে ট্রাম্পকে মাত্র ২ দশমিক ৮ শতাংশ পয়েন্টে পরাজিত করেছিলেন বাইডেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।