ভিডিও

গাজায় ইসরায়েলি হামলায় সাত জিম্মি নিহত : হামাস

প্রকাশিত: মার্চ ০২, ২০২৪, ১২:৪৯ দুপুর
আপডেট: মার্চ ০২, ২০২৪, ০১:০৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় সাত ইসরায়েলি জিম্মি নিহত হয়েছে। শুক্রবার (১ মার্চ) টেলিগ্রামে একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। খবর : রয়টার্স 

আল-কাসাম ব্রিগেড দাবি করেছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে নিহত জিম্মির সংখ্যা এখন ৭০ ছাড়িয়েছে। সাধারণত জিম্মিদের ওপর হামাসের জনসাধারণের বার্তার প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেন ইসরায়েলি কর্মকর্তারা। একে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে উল্লেখ করেন তারা। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে সামরিক অভিযান পরিচালানা করেছিল হামাস যোদ্ধারা। তখন তারা এক হাজার ২০০ জনকে হত্যা করে। একইসঙ্গে অন্তত ২৫০ জনকে আটক করে গাজায় নিয়ে যায়।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS