ভিডিও

ক্রিকেট ম্যাচ দেখছিলেন চালক, ঘটে সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

প্রকাশিত: মার্চ ০৩, ২০২৪, ১১:৫৭ দুপুর
আপডেট: মার্চ ০৩, ২০২৪, ০৪:৫৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : গতবছর ভারতের অন্ধ্রপ্রদেশের একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান ১৪ জন। ট্রেনের চালক ও সহকারী চালক তাদের মোবাইল ফোনে ক্রিকেট খেলা দেখছিলেন বলে অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটে, এমনটা দাবি করেছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার ইন্ডিয়ান রেলওয়েজের নেওয়া নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলার সময় এ কথা বলেন ওই মন্ত্রী। 

২০২৩ সালের ২৯ অক্টোবর অন্ধ্রপ্রদেশের হাওড়া-চেন্নাই রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা বিশাখাপত্তনম ট্রেনের পেছনে ধাক্কা দেয় রায়গড় এক্সপ্রেস ট্রেনটি। ১৪ জন নিহত হওয়ার পাশাপাশি ৫০ জন আহত হন এ ঘটনায়। অন্ধ্রপ্রদেশে এই ঘটনা ঘটেছে কারণ লোকো পাইলট এবং কো-পাইলট দুজনের মনোযোগই ছিল ক্রিকেট ম্যাচে। আমরা এমন সিস্টেম প্রয়োগ করছি যাতে মনোযোগ নষ্ট হয় এমন সব ব্যাপার ধরা পড়ে এবং পাইলট ও অ্যাসিস্টেন্ট পাইলট সবসময় ট্রেন চালানোর ব্যাপারে মনোযোগী থাকে, মন্ত্রী ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন। 

এই দুর্ঘটনার পর হওয়া তদন্তের পুরোটা এখনো প্রকাশ করা হয়নি। তবে এক প্রাথমিক তদন্তে ওই দুই চালককেই দায়ি করা হয়। দুজনই ওই দুর্ঘটনায় নিহত হন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS