আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুইন্টানা রু রাজ্যে একটি যাত্রীবাহী ভ্যান ও একটি পণ্যবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার (৪ ফেব্রুয়ারি) ওই দুর্ঘটনা ঘটে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত ফেলিপ ক্যারিলো পুয়ের্তো পৌরসভায় ওই দুর্ঘনা ঘটেছে। প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, নিহত ৯ জনের মধ্যে তিনজনই শিশু। যাত্রীবাহী ভ্যানের সব আরোহীই প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।