আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তি তার স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। মেয়েকে বাঁচাতে গিয়ে ওই ব্যক্তির শাশুড়িও আহত হয়েছে। আজ (৫ মার্চ) সকালে ঘটনাটি ঘটে ভারতের অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালের এক ব্যস্ত রাস্তায়।
রাঙ্গাস্বামী নামের ওই ব্যক্তি তার স্ত্রী কুমারী এবং তার মাকে কাস্তেসদৃশ ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। এ সময় ঘটনাস্থলে ভিড় হয় এবং তাকে থামার জন্য লোকজন চিৎকার করে। ভিড়ের একজনের রেকর্ডকৃত ভিডিওতে দেখা যায়, রাঙ্গাস্বামী রাস্তার পাশের একটি স্টলে মাটিতে পড়ে থাকা এক মহিলাকে নির্দয়ভাবে কুপিয়ে জখম করছে। এ সময় স্টলের সবাই আতঙ্কিত হয়ে ঘটনাস্থল থেকে দূরে সরে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাঙ্গাস্বামীকে গ্রেফতার করে এবং তার শাশুড়িকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। রাঙ্গাস্বামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। কী কারণে এই নৃশংস হামলা হয়েছে তা এখনও জানা যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।