ভিডিও

সৌদি আরবে রোজার আগে নিত্যপণ্যে বিশাল মূল্যছাড়

প্রকাশিত: মার্চ ০৭, ২০২৪, ০৩:১০ দুপুর
আপডেট: মার্চ ০৭, ২০২৪, ০৩:১০ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : রমজান মাস সামনে রেখে বাংলাদেশের ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিলেও, উল্টো চিত্র সৌদি আরবে। দেশটির সুপারশপসহ সবখানে চলছে পণ্যের দাম কমানোর প্রতিযোগিতা। সিয়াম সাধনার মাস রমজান শুরুর আগেই নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যে মূল্যছাড়ের হিড়িক পড়ে যায় দেশটিতে। 

রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কমানো হয়েছে প্রায় সব ধরনের পণ্যের দাম। বড় বড় সুপারমার্কেটগুলোতে ক্রেতাদের আকৃষ্ট করতে চলে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়ের প্রতিযোগিতা। বাংলাদেশিদের পছন্দের ছোলা, মুড়ি, চাল, ডাল, তেল, চিনিতেও থাকে বিশেষ ছাড়।

প্রবাসীরা জানান, রমজানে পণ্যে বিশেষ ছাড় থাকায় কম টাকায় পুরো মাস চলে যায়। দেশে থাকা পরিবারের জন্য কিছু বাড়তি টাকাও পাঠানোর সুযোগ তৈরি হয়। এছাড়া রমজান মাস এলেই পরিবর্তন হয়ে যায় সৌদি আরবের কর্মজীবীদের কাজের সময়। তবে মধ্যরাত পর্যন্ত খোলা থাকে দোকানপাটসহ বিভিন্ন শপিংমল। গভীর রাত পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS