ভিডিও

সৌদিতে বাংলাদেশিকে হত্যার দায়ে পাঁচ পাকিস্তানির মৃত্যুদণ্ড 

প্রকাশিত: মার্চ ০৭, ২০২৪, ০৩:৩৮ দুপুর
আপডেট: মার্চ ০৭, ২০২৪, ০৩:৩৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : প্রবাসী এক বাংলাদেশিকে হত্যার দায়ে পাকিস্তানের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ মার্চ) সৌদি আরবের মক্কা নগরীতে আসামিদের এ দণ্ড কার্যকর করা হয়।  

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুই নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারপিট করে তারা। এদের মধ্যে একজন প্রবাসী বাংলাদেশি। গুরুতর আহত বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আদালতে অভিযুক্ত আসামিরা দোষি সাব্যস্ত হয় এবং তাদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। পরবর্তীতে আসামিদের আবেদন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। পরে রাজকীয় অধ্যাদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়। 

জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশি নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়। দণ্ডিতদের মধ্যে পাঁচজনই পাকিস্তানের নাগরিক। মধ্যপ্রাচ্যের এই দেশে মানুষ হত্যা ও সন্ত্রাসী হামলার পাশাপাশি মাদক চোরাচালান ও পাচারের ক্ষেত্রে দোষিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর আগে, গত বছর ডিসেম্বরে আর্থিক বিরোধের জেরে মুখে কীটনাশক স্প্রে করে এক ভারতীয় নাগরিককে হত্যার দায়ে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সূত্র : গালফ নিউজ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS