এবার সৌদি আরব পবিত্র রমজান মাসে মসজিদে ইফতার নিষিদ্ধ করেছে । গত সপ্তাহে সৌদির ইসলামিক মন্ত্রণালয়ের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরব সরকার বলেছে যে মসজিদের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বেগের জন্য ইফতার প্রকল্পগুলো চালানো উচিত নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ইমাম ও মুয়াজ্জিনদের মসজিদের আঙ্গিনায় ইফতারের জন্য উপযুক্ত জায়গা খুঁজে নেওয়া উচিত। তবে এর জন্য কোনো অস্থায়ী কক্ষ বা তাঁবু তৈরি করা উচিত নয়।’
মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের উচিত নয় রোজাদারদের ইফতার প্রকল্পের জন্য আর্থিক অনুদান সংগ্রহ করা।
নিষেধাজ্ঞার পাশাপাশি, মসজিদ চত্বরে ক্যামেরা ব্যবহার ও ফটোগ্রাফিও নিরুৎসাহিত করা হয়েছে এবং অনলাইন মিডিয়াসহ যেকোনো মিডিয়ায় এসব সম্প্রচার করতে মানা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।