ভিডিও

পাকিস্তানের ‘ফার্স্ট লেডি’ হতে যাচ্ছেন প্রেসিডেন্ট কন্যা

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ১২:১৩ দুপুর
আপডেট: মার্চ ১২, ২০২৪, ০৩:৩৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : চিরাচরিত প্রথা ভেঙে পাকিস্তানের ফার্স্ট লেডি হতে যাচ্ছেন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কন্যা আসিফা ভুট্টো জারদারি। খবর : এনডিটিভি। 

সাধারণত রাষ্ট্রপতির স্ত্রী পান ফার্স্ট লেডির মর্যাদা। আনুষ্ঠানিক ঘোষণা হলে ফার্স্ট লেডির সকল সুযোগ-সুবিধা এবং প্রটোকল পাবেন আসিফা ভুট্টো। স্ত্রীর বদলে কন্যাসন্তানকে ফার্স্ট লেডির মর্যাদা দেওয়ার ঘটনা এর আগে পাকিস্তানে ঘটেনি।  আসিফ আলী জারদারির স্ত্রী বেনজির ভুট্টো আততায়ীর হাতে নিহত হন ২০০৭ সালে। তারই সন্তান আসিফা ভুট্টো। তিনি আসিফ আলী জারদারির তৃতীয় সন্তান। ২০২০ সালে পাকিস্তানের রাজনীতিতে আত্মপ্রকাশ করেন তিনি। 

শনিবার (৯ মার্চ) পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। তিনি পাকিস্তান তেহরিক-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে হারিয়েছেন। আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS