আন্তর্জাতিক ডেস্ক : আরব সাগরে নৌ মহড়া শুরু করছে রাশিয়া-চীন-ইরান। সামুদ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড নিশ্চিত করার লক্ষ্যে চার দিনের এই যৌথ মহড়া আজ ওমান উপসাগরের চাবাহার বন্দর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। আজারবাইজান, ভারত, কাজাখস্তান, ওমান, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সামরিক প্রতিনিধিরাও অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেবে যোগ দেবে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লোহিত সাগরে জাহাজ চলাচলের হুমকি মোকাবিলার লক্ষ্যে মার্কিন নেতৃত্বাধীন নৌ জোট আরব উপদ্বীপের বিপরীত দিকে মহড়া চালাচ্ছে। বিপরীত দিকে পাল্টা মহড়া শুরু করছে রাশিয়া।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।