ভিডিও

বাইডেন-ট্রাম্পের দলীয় প্রার্থিতা নিশ্চিত

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৪, ১২:২২ দুপুর
আপডেট: মার্চ ১৩, ২০২৪, ১২:২২ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : এবছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে আবারও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে লড়াই নিশ্চিত হয়েছে। দলীয় প্রার্থিতা পেতে দুজনই মঙ্গলবার তাদের প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন। তবে দু’জনকেই আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে। খবর : বিবিসি

মনোনয়ন প্রাপ্তি নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাররা আবারও লড়াইয়ের সুযোগ দেওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। এমন একটা সময় তাকে সমর্থন দেওয়া হয়েছে যখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণ নির্বাচনের দিকে মনোনিবেশ করে আমেরিকার জন্য অধিক হুমকি সৃষ্টি করেছেন। এখন দেশের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেবেন ভোটাররা।

এদিকে আগামীর নির্বাচনকে সবচেয়ে গুরুত্ব দাবি করে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘আমাদের এখন জো বাইডেনকে হারানোর জন্য কাজ করতে হবে। কারণ এবারের নির্বাচন আপনাদের অংশ নেওয়া নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS