আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে সামরিক অভিযান চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১২ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যেই এই কথা বলেছেন। খবর : রয়টার্স।
ইসরায়েলকে রাফাহ শহরে প্রবেশ না করার আহবান জানিয়েছে আসছে আন্তর্জাতিক নেতারা। তাদের ক্রমবর্ধমান এ চাপের মুখেই শহরটিতে ইসরায়েলি অভিযান চালানোর সিদ্ধান্তের কথা জানালো নেতানিয়াহু। গাজায় তুলনামূলকভাবে শেষ নিরাপদ এলাকাগুলোর একটি রাফাহ। সেখানে ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় চেয়েছেন। ওয়াশিংটনে ইসরায়েলপন্থি এআই পিএসি সংস্থার একটি সম্মেলনে একটি ভিডিও ভাষণে নেতানিয়াহু বলেন, ‘বেসামরিকদের ক্ষতি মুখ থেকে বের করে এনে রাফাহতে আমাদের কাজ শেষ করব।’
আসন্ন শীর্ষ সম্মেলনের একটি খসড়া উপসংহারের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাফাহতে স্থল অভিযান না চালানোর জন্য ইসরায়েলকে অনুরোধ করার পরিকল্পনা করছে। এরইমধ্যে নেতানিয়াহুর এমন মন্তব্য এসেছে। রয়টার্সের দেখা একটি শীর্ষ সম্মেলনের উপসংহারের খসড়া অনুসারে, ‘ইসরায়েলি সরকারকে রাফাহতে একটি স্থল অভিযান পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল। সেখানে বর্তমানে দশ লাখেরও বেশি ফিলিস্তিনি যুদ্ধ থেকে সুরক্ষা এবং মানবিক সহায়তার প্রবেশের অনুরোধ করেছে।’ খসড়াটি ২১ এবং ২২ মার্চ অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে গৃহীত হওয়ার জন্য ইইউ এর ২৭ সদস্য দেশের নেতাদের অনুমোদনের প্রয়োজন হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।