এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। বিয়ের আসর থেকে পালাল বরের বোন তাও আবার তারই ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের ক্যামেরাম্যানের সঙ্গে । ভাবছেন এটা কোনো সিনেমার গল্প! বাস্তবেও অনেকটা এমন কাণ্ড হলো ভারতের বিহারের এক বিয়েবাড়িতে।
তবে কনে নয়, বরের বোনকে নিয়ে পালাল বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করা ক্যামেরাম্যান। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনাটি গত ৬ মার্চের, বিহারের মুজফফরপুর জেলার চাঁদওয়ারাঘাট দামোদরপুর গ্রামের। পারিশ্রমিকের বিনিময়ে ক্যামেরাম্যান যুবকের সঙ্গে চুক্তি হয়েছিল ওই পরিবারের।
বিয়েবাড়িতে হাজির হয়ে কাজও করছিলেন তিনি। ছবি ধারণ করার সময়ই বরের বোনের সঙ্গে ঘনিষ্টতা হয় ক্যামেরাম্যানের। এরপর ওই বিয়ের অনুষ্ঠান থেকেই পালিয়ে যায় দুজন।
এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে তরুণীর পরিবার। পুলিশ সূত্রে জানা যায়, তরুণীর পরিবারের অভিযোগ ৬ মার্চ বিয়ের অনুষ্ঠান থেকেই মেয়েকে নিয়ে পালায় ক্যামেরাম্যান যুবক। মেয়ের খোঁজে যুবকের বাড়িতেও গিয়েছিলেন তাঁরা। তবে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি।
এদিকে বিহার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত খোঁজ মেলেনি পলাতক যুগলের। মোবাইল ফোন ট্র্যাক করে খোঁজ চালানো হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।