আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলে এক্সপ্রেসওয়ে টানেলের ভিতরে একটি বাস বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
শানজি প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর আড়াইটার পরেই এই দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ৫১ জন যাত্রী ছিল। এটি টানেলের অভ্যন্তরীণ প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একটি পৃথক প্রতিবেদনে নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।