ভিডিও

বেতন নেবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা

প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ০৩:৫২ দুপুর
আপডেট: মার্চ ২১, ২০২৪, ০৩:৫২ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পর এবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার মন্ত্রিসভার সদস্যরা বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন। দেশের আর্থিক সংকটের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। বুধবার (২০ মার্চ) এক সভার পর এই সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তানের মন্ত্রিসভা।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, সরকারের অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করার অংশ হিসেবেও এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানে সরকারি খরচে সরকারি কর্মকর্তা, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাদেশিক পরিষদের সদস্যদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের আগাম অনুমতি ছাড়া তাদের বিদেশ না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও আর্থিক সংকটের কারণেই বেতন না নেয়ার সিদ্ধান্ত নেন। পাকিস্তানের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আরিফ আলভী প্রেসিডেন্ট হিসেবে মাসিক ৮ লাখ ৪৬ হাজার ৫৫০ রুপি বেতন নিচ্ছিলেন। ২০১৮ সালে দেশটির জাতীয় পরিষদ এই বেতন নির্ধারণ করে। বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দেশটির অন্যতম ধনী রাজনীতিবিদ। মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অধিকাংশই ধনী পরিবার থেকেই আসেন। বেতনের ওপর তারা খুব বেশি নির্ভরশীল নন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS