আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এমরাজ হোসেন সুমন (২৮) নামের এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে দক্ষিণ আফ্রিকার বেস্ট এরিয়ার ফালগুজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন ফেনীর দাগনভূঞা পৌরসভার জগতপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। নিহতের চাচাতো ভাই শেখ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সুমনের চাচাতো ভাই শেখ ফরিদ জানান, শুক্রবার সকালে একদল সন্ত্রাসী তার দোকানে চাঁদা চাইতে আসে। সে চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীদের সঙ্গে সুমনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দোকানের সামনেই তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, সংসারের আর্থিক সচ্ছলতার আশায় ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জামান সুমন। সেখানে স্টেশনারি ও মুদি দোকানে কাজ করতেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।