আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে আপলোড হওয়া প্রায় দেড় লাখ ভিডিও সরিয়ে নিয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। শুধু বাংলাদেশ নয় তিন মাসে সারা বিশ্ব থেকে ৯০ লাখের বেশি ভিডিও সরিয়ে নিয়েছে প্ল্যাটফর্মটি। সংখ্যা বিবেচনায় ভিডিও সরানোর দিক দিয়ে অষ্টম অবস্থানে বাংলাদেশ। আর শীর্ষে রয়েছে ভারত। সম্প্রতি অনলাইন যাচাই ও মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম ডিসমিসল্যাব এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কমিউনিটি গাইডলাইন না মানায় ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সারা বিশ্ব থেকে ৯০ লাখের বেশি ভিডিও সরিয়ে নিয়েছে ইউটিউব। সেইসঙ্গে ব্যবহারকারীদের করা মন্তব্যও মুছে দেওয়া হয়েছে। তালিকায় থাকা মোট ৩০টি দেশের মধ্যে সবচেয়ে বেশি ভিডিও অপসারণ করা হয়েছে ভারতের। সংখ্যা বিবেচনায় বাংলাদেশ অষ্টম, সরিয়ে নেয়া হয় ১ লাখ ৫২ হাজার ৫১টি ভিডিও। এতে বলা হয়, সহিংসতা ছড়ানো বা তাৎক্ষণিক ক্ষতির ঝুঁকি থাকায় সবচেয়ে বেশি ৩৯.২ শতাংশ ভিডিও অপসারণ করা হয়। এরপর সর্বোচ্চ ৩২.৪ শতাংশ ভিডিও সরানো হয় শিশুদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক বিবেচনায়। এ ছাড়া দাঙ্গা, রক্তপাতের মতো সংবেদনশীল হিংসাত্মক বা গ্রাফিক কনটেন্ট সরানো হয় সাড়ে ৭ শতাংশ।
মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রয়োগ করে নীতিমালা লঙ্ঘনের বিষয়গুলো যাচাই করে ইউটিউব। যদিও মুছে ফেলা ভিডিওগুলোর ৯৬ শতাংশের ক্ষেত্রেই সিদ্ধান্ত নিয়েছে এআই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।