ভিডিও

গ্যাংস্টারদের সাক্ষাৎকার নিতে গিয়ে অপহরণ হলেন ইউটিউবার 

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ০৫:২৬ বিকাল
আপডেট: মার্চ ৩১, ২০২৪, ১২:১১ রাত
আমাদেরকে ফলো করুন

সন্ত্রাসীদের সাক্ষাৎকার নিতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন এক ইউটিউবার। এখন তাঁর মুক্তিপণের জন্যও চাওয়া হচ্ছে বড় অঙ্কের অর্থ।  অপহরণের শিকার ওই ইউটিউবারের নাম অ্যাডিসন পিয়েরে মালুফ। আমেরিকান এই ইউটিউবার হাইতিতে গ্যাংস্টারদের সাক্ষাৎকার নিতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, জর্জিয়ার বাসিন্দা ইউটিউবার মালুফ ইউটিউবে ইউরফেলোআরব অথবা আরব হিসেবে পরিচিত। গ্যাংস্টারদের সাক্ষাৎকার নিতে হাইতিতে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে গত ১৪ মার্চ ৪০০ মাওজো গ্যাংয়ের সদস্যরা তাঁকে অপহরণ করেন।

মালুফের সঙ্গে হাইতিয়ান এক নাগরিককেও অপহরণ করা হয়। অপহরণকারীর মালুফের মুক্তির জন্য ৬ লাখ ডলার দাবি করছে। তাঁদেরকে এরইমধ্যে ৪০ হাজার ডলার দিয়েছেন মালুফের পরিবার। 

মার্কিন এই ইউটিউবারের ইউটিউব চ্যানেলে ১৪ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। তিনি বিশ্বের বিপজ্জনক স্থানগুলো অন্বেষণের করে থাকেন। মালুফের নিখোঁজ হওয়ার খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পর তাঁর সহকর্মী লালেম নিশ্চিত করেছেন যে, তাঁর বন্ধুকে জিম্মি করা হয়েছে।  গত ১০ মার্চ হাইতি যাওয়ার আগে মালুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমি যদি বেঁচে থাকি, তা হবে ঈশ্বরের মহিমা।’

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS