আন্তর্জাতিক ডেস্ক : গাজার প্রধান হাসপাতাল আল-শিফায় টানা ১৩ দিনের ইসরায়েলি হামলায় এ পর্যন্ত চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। গাজার মিডিয়া অফিসের বরাত দিয়ে রোববার আল জাজিরা জানায়, নিহতদের মধ্যে আহত রোগী, যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনি ও স্বাস্থ্যসেবা কর্মী রয়েছেন।
আল-শিফা হাসপাতাল অবরোধের সময় ফিলিস্তিনি যোদ্ধারা মর্টার ও রকেট ফায়ার দিয়ে ইসরায়েলি সেনা ও সাঁজোয়া যানের ওপর হামলা চালায়। এর আগে ১৮ মার্চ ইসরায়েলের সেনাবাহিনী ঘোষণা দিয়েছিল, হামাসের সিনিয়র সদস্যরা আল-শিফা ভবনটি ব্যবহার করছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে সুনির্দিষ্ট হামলা চালানো হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা জানায়, ইসরায়েলের চলমান হামলায় আল-শিফা হাসপাতালে কমপক্ষে ৩০ হাজার মানুষ আটকা পড়েছে। হাসপাতাল কমপ্লেক্সে আটকা পড়া এসব মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত সাধারণ মানুষ, হাসপাতালের স্টাফ এবং আহত রোগী। গাজার বৃহত্তম হাসপাতাল আল-শিফা। এর আগে গত বছরের নভেম্বরে ইসরায়েল এ হাসপাতালে অভিযান চালায়। ওই সময় হামলায় ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে ইসরায়েল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।