আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর সমুদ্র সৈকত থেকে আট চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকা ডুবিতে তাদের মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর : বিবিসি
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মরদেহগুলো ওক্সাকার সমুদ্র সৈকতে পাওয়া যায়। আর এ রুট যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী পৌঁছানোর পথ হিসেবে বিবেচিত। বৃহস্পতিবার গুয়াতেমালার সীমান্তে চিয়াপাস অঞ্চল থেকে যাত্রা করা একটি নৌকায় সাত নারী এবং একজন পুরুষ ছিলেন। আরেকজন বেঁচে গেছেন। তবে নৌকার চালকের কী হয়েছে রিপোর্ট লেখা পর্যন্ত তা স্পষ্ট নয়।
ওক্সাকার প্রসিকিউটর অফিস জানিয়েছে, প্লায়া ভিসেন্টে শহরের একটি সমুদ্র সৈকতের কাছে মরদেহগুলো পাওয়া গেছে। তারা আরও জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের শনাক্ত করতে মেক্সিকোতে চীনা দূতাবাসের সঙ্গে কাজ করছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।