আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ইলাত অঞ্চলে ড্রোন হামলায় একটি সামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ হামলার ঘটনায় কোনো হতাহত হয়নি। দেশটির প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, কোন বিল্ডিংটি আঘাত করা হয়েছে বা বস্তুটিকে প্রতিরক্ষা করতে কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কিনা তা স্পষ্টভাবে বলা হয়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর বিবৃতিতে। আইডিএফ বলেছে, ইলাতে যে ড্রোন হামলায় সামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি দৃশ্যত ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছে।
এদিকে, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের নামের একটি প্রতিরোধ গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।