আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সে দেশে এপ্রিলের ৯ তারিখ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল, ফলে ঈদুল ফিতর হতে পারে এপ্রিলের ১০ তারিখ (বুধবার)। খবর : জিও নিউজ
পাকিস্তানে রমজান মাস শুরু হয়েছে ১২ মার্চ। আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস সত্যি হলে দেশটিতে ২৯ দিন রোজার পর ঈদুল ফিতর পালিত হবে। ইসলামিক দিনপঞ্জিতে চাঁদ দেখার ওপর নির্ভর করছে নতুন মাসের হিসাব। তাই ৯ এপ্রিল আসলে চাঁদ দেখা যাবে কিনা, তার ওপর নির্ভর করছে ঈদুল ফিতর। চাঁদ দেখা না গেলে ঈদ উদযাপনের সুযোগ নেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।