আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি পাকিস্তানে লাহোরের রায়উইন্ড শহরে। মা মোবাইল ফোন দিতে রাজি না হওয়ায় মৃত্যুর পথ বেছে নিয়েছে ১২ বছর বয়সি এক শিশু। স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাত দিয়ে এ তথ্য জানায় এনডিটিভি।
লাহোর পুলিশ জানায়, আয়ান নামে ১২ বছর বয়সি ওই শিশু তার মায়ের কাছে ফোন চায়। কিন্তু তার মা ফোন না দিয়ে এক প্রতিবেশীর বাড়িতে চলে যান। পরে তিনি ফিরে এসে দেখেন তার ছেলে সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছে লাহোর পুলিশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।