ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ওয়ার্ল্ড সেন্টার কিচেনের (ডাব্লিউসিকে) সাতজন সহায়তাকর্মী নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ব্রিটিশ সরকারের ওপর ক্রমাগত চাপ বাড়ছে।
ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করতে এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ছয় শতাধিক আইনজীবীর সই করা চিঠি দেওয়া হয়েছে। তাঁদের এই উদ্যোগে সমর্থন দিয়েছেন দেশটির সাবেক তিন বিচারক।
চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলে অস্ত্র পাঠিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাজ্য।
গাজায় ‘সম্ভাব্য গণহত্যার ঝুঁকির’ পরিপ্রেক্ষিতে অবশ্যই ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করতে হবে। আগ্নেয়াস্ত্রবিরোধী সংস্থা ক্যাম্পেইন অ্যাগেনস্ট আর্মস ট্রেডের (সিএএটি) তথ্য বলছে, ২০০৮ সাল থেকে ৫৭ কোটি পাউন্ডের বেশি মূল্যের অস্ত্র ইসরায়েলকে সরবরাহ করেছে যুক্তরাজ্য।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্য অস্ত্র বিক্রি নিষিদ্ধ করলে ইসরায়েলের ওপর কূটনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি হবে। কারণ, গাজায় চালানো ধ্বংসযজ্ঞের কারণে আন্তর্জাতিক তদন্তের কবলে পড়েছে ইসরায়েল।
ডাব্লিউকেসির বহরে হামলার পর থেকে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর চাপের মুখে পড়েছেন ঋষি সুনাক। ওই ঘটনার পর সুনাক নিরপেক্ষ তদন্তের আহবান জানিয়েছেন। তবে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের কথা বলেননি তিনি।
যুক্তরাজ্যের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লর্ড রিকেটস বলেন, যুক্তরাজ্যের উচিত ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা।
কনজারভেটিভ দলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্যার অ্যান ডানকান বলেন, ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে আসছে।
লিবালের ডেমোক্র্যাটস নেতা স্যার এড ড্যাভি বলেন, পার্লামেন্টে অধিবেশন ডাকা উচিত, যাতে এমপিরা ভোট দিয়ে অস্ত্র বিক্রি বন্ধ করাতে পারেন। তবে সরকারি সূত্র বলছে, ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ত্রাণ নিয়ে কড়া বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
নেতানিয়াহুকে সুনাক বলেন, ‘যদি গাজায় মানবিক সহায়তা প্রবর্তনের কোনো পরিবর্তন না হয়, তাহলে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে আমরা ঘোষণা দেব।
’ জবাবে নেতানিয়াহু বলেন, সামনের দিনগুলোতে গাজায় মানবিক সহায়তা সরবরাহের পরিমাণ বাড়াবে ইসরায়েল।
সূত্র : বিবিসি
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।