ভিডিও

ইরানে বেড়েছে সামরিক তৎপরতা

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ০৪:৪১ দুপুর
আপডেট: এপ্রিল ১৩, ২০২৪, ০৪:৪১ দুপুর
আমাদেরকে ফলো করুন

মাটির নিচে গোপন জায়গায় রাখা আছে ইরানের ড্রোন। দখলদার ইসরায়েলে সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা সংবাদমাধ্যম সিবিএসকে এ তথ্য জানান।


আজ শনিবার (১৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের আরেক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে,মার্কিন কর্মকর্তারা লক্ষ্য করেছেন, ইরানে সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইরানি সেনারা ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন। তাদের আশঙ্কা, এসব তৎপরতার মাধ্যমে মূলত ইরান থেকে ইসরায়েলে সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান।

তবে ওই কর্মকর্তারা আরও জানিয়েছে, ইসরায়েলের হামলার জন্যই এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে কি না সে বিষয়টি নিশ্চিত নয়। তাদের মতামত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেন ইরানে কোনো হামলা চালানোর সাহস দেখাতে না পারে সেজন্য এসব মারণাস্ত্র প্রস্তুত করা হতে পারে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS