আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) দেশটির সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের জালান তেলক গং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ওই ব্যক্তি সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি লরির টায়ার খুলে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে তার বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।
চিকিৎসক জানিয়েছেন, মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।