আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ভারতের গুজরাটের হিম্মতনগরের। এক দম্পত্তি তাদের নিজেদের ২০০ কোটি মূল্যের সম্পত্তি বিলিয়ে দিয়েছেন। গ্রহণ করবেন সন্ন্যাসব্রত। আর এখন থেকে ভিক্ষা করেই বাকি জীবন কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গুজরাটের হিম্মতনগরের বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম ভবেশ ভাণ্ডারি। নির্মাণকাজের ব্যবসা তার। সবমিলিয়ে ২০০ কোটি মূল্যের সম্পদের মালিক তিনি। গত ফেব্রুয়ারিতে ধর্মীয় আচার অনুষ্ঠান করে নিজেদের সমস্ত সম্পত্তি দান করেন ভবেশ দম্পতি। আগামী ২২ এপ্রিল শপথ নেয়ার পরে শুরু হবে তাদের সন্ন্যাস জীবন। সম্পত্তি দানের সময় এক বিশেষ শোভাযাত্রার আয়োজন করেন ভবেশ ও তার স্ত্রী। রাজকীয় পোশাকে সেজে নিজেদের যাবতীয় সম্পদ ওই শোভাযাত্রা থেকেই বিলিয়ে দেন। প্রায় চার কিলোমিটার পথ একটি ট্রাকে চেপে পাড়ি দেন তারা। এ সময় নগদ অর্থের পাশাপাশি বাড়ির এসি থেকে শুরু করে স্মার্টফোনও দান করেন এই দম্পতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই শোভাযাত্রার ভিডিও ভাইরাল হয়। বাকি জীবন কীভাবে কাটাবেন তারা-এমনটাও প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে। জানা গেছে, সংসারের সঙ্গে সমস্ত বন্ধন কাটিয়ে ফেলতে হবে তাদের। কোনো সম্পত্তি রাখতে পারবেন না। সঙ্গে থাকবে কেবল সাদা রঙের দুটি পোশাক। আর থাকবে ভিক্ষার পাত্র ও একটি ঝাড়ু। জৈন ধর্মের সন্ন্যাসীরা কোথাও বসতে গেলে এই ঝাড়ু দিয়ে পোকামাকড় সরিয়ে দেন। সন্ন্যাস নেয়ার পর থেকে খালি পায়ে গোটা ভারত ঘুরবেন ভবেশ ও তার স্ত্রী। ভিক্ষার অর্থেই চলবে তাদের জীবন।
এর আগে ২০২২ সালে সংসারের মোহ কাটিয়ে সন্ন্যাস নেন ভবেশ দম্পতির ১৯ বছরের মেয়ে ও ১৬ বছরের ছেলে। সন্তানদের দেখেই তারা অনুপ্রাণিত হয়েছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।