ভিডিও

যুক্তরাষ্ট্রে ব্লক পার্টিতে গুলিতে নিহত ২

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ০৫:০৪ বিকাল
আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ০৫:০৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে একটি ব্লক পার্টিতে গুলিতে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। রোববার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় টেনেসির মেমফিসের অরেঞ্জ মাউন্ড পার্কের কাছে কার্নেস অ্যাভিনিউ এবং গ্র্যানন্ড স্ট্রিট সংলগ্ন এলাকায় একটি ব্লক পার্টিতে এ ঘটনা ঘটে। হামলার সময় ওই পার্টিতে প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন। মেমফিস পুলিশ বিভাগ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ঘটনাস্থলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া আহত ৬ জনের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্লক পার্টিতে উপস্থিত লোকজনের মধ্যে থেকে হঠাৎ দুই ব্যক্তি বন্দুক বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। অরেঞ্জ মাউন্ড পার্কে কোনও রকম অনুমতি ছাড়াই ব্লক পার্টির আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS