আন্তর্জাতিক ডেস্ক : বহুতল ভবন থেকে পড়ে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায়। নিহতের নাম তামান্না হীরাওয়াত।
স্থানীয় সময় রোববার ভোর ৩টা ৪৫ মিনিটে কলকাতার কসবায় পিকনিক গার্ডেনের নস্করহাট রোডের মেঘমনি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর সঙ্গে সঙ্গেই ওই ছাত্রীকে উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। তাকে পরীক্ষা করার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। তামান্না সিএ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও তামান্না নিজের কব্জি কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেই বার ব্যর্থ হয়ে রোববার ভোরে তিনি ২৫ তলা থেকে স্বেচ্ছায় ঝাঁপ দেন বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।