আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ওসমানিয়া প্রদেশে প্রবল বেগে ঝড়ো হাওয়া বইছিল। হাওয়া থেকে বাঁচতে যে যেখানে পারছিলেন আশ্রয় নিচ্ছিলেন। সাদিক কোকাদাল্লি নামের এক ব্যক্তি সেখানে থাকা স্ট্যান্ড লাগানো ছাতার নিচে স্ট্যান্ড ধরে দাঁড়ালেন। কিন্তু হাওয়ার দাপটে ছাতাসহ উড়ে গেলেন তিনি। সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে সাদিক বলেন, ছাতা ধরে দাঁড়িয়ে থাকার পর আমি বুঝলাম আমি উড়ছি। আমি প্রায় ৩-৪ মিটার উপরে উঠে গিয়েছিলাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।