ভিডিও

চড় মারতেই স্ত্রী অজ্ঞান, মৃত ভেবে আত্মহত্যা স্বামীর 

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ০২:০৬ দুপুর
আপডেট: এপ্রিল ২৫, ২০২৪, ০২:০৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ভারতের কেরালা অঙ্গরাজ্যের তিরুঅনন্তপুরম এলাকায়। প্রীজিত নামের এক ব্যক্তি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে ঝগড়া লেগে স্ত্রীকে চড় মারেন। সেই আঘাতে জ্ঞান হারান স্ত্রী সিনসিনা। প্রীজিত ভাবেন, তার স্ত্রী মারা গেছেন। এতে ভয় পেয়ে আত্মহত্যা করেন তিনি। 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেন প্রীজিত। তখন তার স্ত্রী এ নিয়ে ঝগড়া করেন। স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র তুমুল ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে চড় মারেন প্রীজিত। আর এতেই জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যান সিনসিনা। তাকে জাগানোর চেষ্টা করেন প্রীজিত। কিন্তু স্ত্রীর কোনো সাড়াশব্দ না পাওয়ায় ভয় পেয়ে যান তিনি।

সিনসনা পুলিশকে জানিয়েছেন, কিছুক্ষণ পরে জ্ঞান ফেরার পর তিনি দেখেন প্রীজিত গলায় দড়ি দিয়ে ঝুলছেন। চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন তিনি। তড়িঘড়ি করে প্রীজিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রীজিত মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন। তা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতো। মঙ্গলবারও মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন তিনি। স্ত্রী কটূক্তি করায় প্রীজিত রেগে যান। ক্রোধের বসেই স্ত্রীকে চড় মারেন। তারপর নিজেও আত্মহত্যা করেন। প্রীজিত দিনমজুরের কাজ করতেন। তাদের তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS