আন্তর্জাতিক ডেস্ক : পেরুতে সড়ক থেকে প্রায় ৬৫০ ফুট নিচের একটি নদীতে বাস পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় গত রোববার গভীর রাতে পেরুর উত্তরাঞ্চলে আন্দেজ পর্বতমালায় অবস্থিত কাজামার্কার দুর্গম পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর : রয়টার্স
স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে বলেছেন, রোববার গভীর রাতে আন্দেজ পর্বতমালার কাজামার্কা অঞ্চলে গর্তযুক্ত রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়। কাজামার্কার সেলেনডিন পৌরসভার কর্মকর্তা জাইম হেরেরা বলেন, ‘৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর খাদে পড়ে যায়। আরোহীদের কয়েকজন পানিতে ভেসে গেছে।’ পেরুর জাতীয় উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।