ভিডিও

‘নিয়ম ভঙ্গ’ করেছেন স্বামী, বিয়ের একদিন পরেই বিচ্ছেদ চাইলেন স্ত্রী

প্রকাশিত: মে ০৪, ২০২৪, ০৮:৩৭ রাত
আপডেট: মে ০৪, ২০২৪, ০৮:৩৭ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : বিবাহের দিনটি প্রত্যেক মানুষের কাছেই একটি বিশেষ দিন।  সবাই চান দিনটি যেন সারাজীবন স্বপ্নের মতো হয়ে থাকে। বিবাহ নিয়ে অনেক পরিকল্পনা করে থাকেন প্রত্যেকেই। কিন্তু কারোর কারোর কাছে দিনটি দুঃস্বপ্নের মতো মনে হতে পারে। আর তাই হয়তো বিবাহের সময় স্বামীর নিষ্ঠুর আচরণের জন্য স্বামীর থেকে বিচ্ছেদ চাইলেন এক নববধূ। তাকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছে পরিবারের সদস্যরা।

যদিও তাতে কর্ণপাত করতে রাজি নন ওই নারী। তিনি বলেন, তিনি কখনো বিয়ে করার সিদ্ধান্ত নেননি, কিন্তু   তার প্রেমিক বিয়ের প্রস্তাব দিলে তিনি তা ফেলতে পারেননি। তারা তিলে তিলে বিয়ের দিনের প্রতিটি পরিকল্পনা নিখুঁত করে সাজিয়েছিলেন। কিন্তু পরিকল্পনায় পানি ঢেলে দেন তার স্বামী।

তাকে বিয়ের শুরুতেই বলে রেখেছিলেন, ‘অভ্যর্থনার সময় আমার মুখে কেক ঘষবে না’। আর সেই ভুলটিই করে বসেন তার সদ্য বিবাহিত স্বামী। নিজের চাচির কাছে একটি চিঠিতে মনে অনেক যন্ত্রনা নিয়ে ওই নববধূ লিখেছেন, 'বিয়ের পর আমার স্বামী আমার মাথার পিছন ধরে সোজা আমার মাথাটি কেকের মধ্যে গুঁজে দেয়। নিষ্ঠুর কৌতুকটি পরিকল্পিত ছিল।' এরপরেই স্বামীকে ছেড়ে যাবার সিদ্ধান্ত নেন ওই বধূ। তিনি ক্লাস্ট্রোফোবিয়ায় ভুগলেও পরিবারের সদস্যরা তাকে এই বিয়ে না ভাঙার পরামর্শ দিয়েছেন। সম্পর্ককে আরেকটি সুযোগ দেবার কথা বলেছেন তারা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS