ভিডিও

ভারতের অঞ্চল অন্তর্ভুক্ত করে নেপালের নোটে নতুন মানচিত্র 

প্রকাশিত: মে ০৪, ২০২৪, ০৮:৪৮ রাত
আপডেট: মে ০৪, ২০২৪, ০৮:৪৮ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিতর্কিত লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চল অন্তর্ভুক্ত করে ১০০ নেপালি রুপির নোটে নতুন মানচিত্র ছাপাতে যাচ্ছে নেপাল। এ নিয়ে নেপাল সরকারের মুখপাত্র রেখা শর্মা বলেন, প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্ডের সভাপতিত্বে হওয়া মন্ত্রিপরিষদের বৈঠকে ১০০ নেপালি রুপির নোটে নতুন মানচিত্র ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালের ১৮ জুন নেপাল তার সংবিধান সংশোধন করে তিনটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা অঞ্চলকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে। তবে ভারত এটিকে একতরফা কাজ বলে অভিহিতি করে এর নিন্দা জানিয়েছিল। ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে নেপালের ১ হাজার ৮৫০ কিলোমিটারের সীমান্ত এলাকা রয়েছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS