ভিডিও

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪

প্রকাশিত: মে ০৫, ২০২৪, ১০:৫৫ রাত
আপডেট: মে ০৫, ২০২৪, ১১:৪৮ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী একটি গ্রামে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন। রোববার (৫ মে) এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্র। খবর : রয়টার্স

লেবাননের বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, মেইস আল জাবাল অঞ্চলে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এই অঞ্চলে নিয়মিতভাবেই ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহ বলেছে, প্রতিশোধ হিসেবে লেবাননের সীমান্তের নিকটবর্তী উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শমোনায় ইসরায়েলি শহরে দশটি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে তারা। বিমান হামলা ও গোলাগুলি হয়েছে। তবে সর্বাত্মক যুদ্ধ থেকে ফিরে এসেছে উভয়পক্ষ।

সূত্র জানিয়েছে, অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ২৫০ জনেরও বেশি হিজবুল্লাহ সদস্য এবং ৭৫ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এদিকে, ইসরায়েলে লেবানন থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলায় কয়েকজন সেনা এবং বেসামরিক মানুষ নিহত হয়েছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS