আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলে বোমার একটি চালান পাঠানো স্থগিত করেছে মার্কিন প্রশাসন। গত সপ্তাহে চালানটি স্থগিত করা হয়। ইসরাইল রাফাহতে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করবে এমন উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, গত সপ্তাহে আটকে দেওয়া দুটি চালানে মোট ৩ হাজার ৫০০টি বোমা ছিল। তিনি আরও বলেন, ইসরাইল রাফাহতে বেসামরিক নাগরিকদের মানবিক চাহিদা নিয়ে মার্কিন উদ্বেগের পুরোপুরি সমাধান না করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, এ বিষয়ে ইসরাইল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
মঙ্গলবার মিশর সীমান্তের রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়ার কয়েক ঘণ্টা পর গাজা উপত্যাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। রাফাহকে ঘিরে ইসরাইলের বোমাবর্ষণ তীব্র হয়েছে। স্থানীয় চিকিৎসকরা বলছেন, রাতে ইসরাইলের বিমান হামলায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।