ভিডিও

পাকিস্তানে সাত নাপিতকে গুলি করে হত্যা

প্রকাশিত: মে ০৯, ২০২৪, ০২:৪৭ দুপুর
আপডেট: মে ০৯, ২০২৪, ০৪:২৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের বন্দরনগরীতে আজ বৃহস্পতিবার (৯ মে) সাতজন নাপিতকে গুলি করে হত্যা করা হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘুমন্ত অবস্থায় ওই সাতজন নাপিতকে হত্যা করা হয়। 

গোয়াদর পুলিশ স্টেশন হাউস অফিসার (এসএইচও) মহসিন আলি জানান, অজ্ঞাত বন্দুকধারীরা সুরবান্দর এলাকার গোয়াদরের ফিশ হারবারের কাছে একটি আবাসিক কোয়ার্টারে নাপিতদের ওপর অতর্কিত গুলি চালান। এতে অন্তত সাত জন নিহত হয়েছেন এবং একজন আহত হন। পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, হতাহতরা ওই অঞ্চলে একটি নাপিতের দোকানে কাজ করতেন এবং পাঞ্জাবের খানেওয়াল এলাকার বাসিন্দা ছিলেন। 

মহসিন আলি জিও নিউজকে বলেছেন, ইতিমধ্যে নিহত সাতজনের লাশ এবং আহত একজনকে গোয়াদর হাসপাতালে নেওয়া হয়েছে। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS