আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলার তহসিল শেওয়ায় একটি বেসরকারি বালিকা বিদ্যালয়ে বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় বুধবার রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, জঙ্গিরা প্রথমে স্কুলের প্রহরীকে নির্যাতন করে এবং পরে স্কুলের দুটি কক্ষ উড়িয়ে দেয়। তবে বিস্ফোরণে কোনো প্রাণহানি হয়নি। হামলার শিকার বিদ্যালয়টি ওই এলাকার একমাত্র বেসরকারি বালিকা বিদ্যালয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।