আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের বামিয়ান শহরে বন্দুকধারীদের গুলিতে তিন স্প্যানিশ পর্যটক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। এদিকে এই ঘটনার আরেক আফগান নাগরিক নিহতের খবর জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। খবর : বিবিসি।
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এই জঘন্য অপরাধের নিন্দা জানায় তালেবান সরকার। তাছাড়া ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা এবং অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে বলেছেন, আফগানিস্তানে স্প্যানিশ পর্যটকদের নিহত হওয়ার ব্যাপারে তিনি অবগত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।