আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (১৪ মে) বিশাল আকারের এক গ্রহাণু মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) অগোচরেই পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিশাল আকারের এক গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেছে। তবে এতে পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নাসা এক বিবৃতিতে জানিয়েছে, মহকাশের ৩৬৮ ফুটের একটি বিশাল গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে চলে গেছে। এটি পৃথিবীর সঙ্গে কোনো রকম আঘাত করেনি। তবে এটি পৃথিবী থেকে ১৮ হাজার ৫০০ কিলোমিটার দূরত্বে ছিল।
গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি এবং এর মহাকর্ষীয় গতি তীব্র হলেও এটি পৃথিবীর থেকে নিরাপদ দূরত্বে ছিল বলে পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গ্রহাণুটির দূরত্ব ছিল পৃথিবী এবং চাঁদের দূরত্বের ১৫ গুণ বেশি। এটির দৈর্ঘ্য একটি বিল্ডিংয়ের সমান ছিল বলে অনুমান করা হচ্ছে।
বিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তি টেলিস্কোপ দিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) সবসময়ই নজর রাখাছে সৌরজগতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।