ভিডিও

বাইডেনের ‘ড্রাগ টেস্ট’ দাবি ট্রাম্পের

প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০৪:৫৫ দুপুর
আপডেট: মে ২০, ২০২৪, ০১:০৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্টপ্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন মাদকাসক্ত কি না তা পরীক্ষার দাবি করেছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্টপ্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট বিতর্কের আগে ও পরে এই পরীক্ষা করা উচিত বলে ট্রাম্প মন্তব্য করেছেন।

দুই প্রেসিডেন্ট প্রার্থীই দুটি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে দুটি বিতর্কে একে অপরের মুখোমুখি হতে রাজি হয়েছেন। ব্যবসায়ী থেকে রাজনীতিক হয়ে প্রেসিডেন্ট পদে বসা ট্রাম্প বলেন, 'স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় প্রেসিডেন্ট বাইডেন যেন ঘুড়ির মতো উড়ছিলেন। আমি এই ব্যক্তির সঙ্গেই বিতর্কে অংশ নিতে চাই। তবে এর আগে প্রেসিডেন্ট বাইডেন মাদকাসক্ত কি না তা পরীক্ষা করা উচিত।' মিনোসোটা অঙ্গরাজ্যের সেইন্ট পলে দলের এক নৈশভোজে ট্রাম্প এই দাবি করেন। ট্রাম্প বলেন, 'আমি চাই না বাইডেন স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় যে পরিস্থিতিতে ছিলেন ঐ ভাবে বিতর্কে অংশ নেন। তার মাদকের বিষয়টি পরীক্ষা করা উচিত।'

 এই প্রথম নয়, এর আগেও ট্রাম্প একই দাবি করেছিলেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেও ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী বাইডেনের মাদক পরীক্ষার দাবি তুলেছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS