ভিডিও

রাইসির মৃত্যুতে চুপ যুক্তরাষ্ট্র

প্রকাশিত: মে ২০, ২০২৪, ১২:১৩ দুপুর
আপডেট: মে ২০, ২০২৪, ১২:১৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় আর কারো বেঁচে না থাকার আশঙ্কা করছে রেড ক্রিসেন্ট। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

আল জাজিরা এক প্রতিবেদন জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট রাইসির নিহতের সংবাদ জেনে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি জো বাইডেন সরকার। মার্কিন কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছে, রাইসির হেলিকপ্টারের উদ্ধারকাজ চলছে বলে তাদের জানানো হয়েছে। তবে এর বেশি কিছু জানায়নি মার্কিন কর্মকর্তারা। যেখানে যুক্তরাষ্ট্র সবসময় ইরানের যেকোনো ব্যাপারে সোচ্চার থাকে, সেখানে এখনও সরকারিভাবে কোনো বিবৃতিও দেয়নি। রোববার (১৯ মে) বিকেলে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি। বিধ্বস্তের খবর প্রকাশের পরপরই ইরানজুড়ে কান্নার রোল পড়ে গেছে। মসজিদ থেকে শুরু করে রাস্তা সব জায়গায় বিশেষ দোয়া করা হচ্ছে। 

রাইসির জন্য প্রার্থনা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই সঙ্গে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় রাষ্ট্রীয় কর্মকাণ্ডে কোনও বিঘ্ন হবে না।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS