ভিডিও

আইসিজে’র নির্দেশ অমান্য করে গাজায় হামলা চালানোর ঘোষণা ইসরায়েলের

প্রকাশিত: মে ২৫, ২০২৪, ০২:৩৭ দুপুর
আপডেট: মে ২৫, ২০২৪, ০২:৩৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে)’র রায়কে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। শুক্রবার (২৪ মে) ইসরায়েলি মন্ত্রীরা এ রায় প্রত্যাখ্যান করে। এসময় জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করার লক্ষ্যে দক্ষিণ গাজার রাফা শহরে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে তারা। খবর : রয়টার্স

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতে একটি মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। তবে দেশটির এমন অভিযোগকে ‘মিথ্যা, আপত্তিকর এবং নৈতিকতা বিরুদ্ধ’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।

এক বিবৃতিতে কার্যালয়টি জানিয়েছে, ‘নৈতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং আন্তর্জাতিক আইন মেনেই নিজ ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করার অধিকারের ভিত্তিতে কাজ করছে ইসরায়েল।’ দেশটি জানিয়েছে, রাফাহতে অভিযানগুলো এমনভাবে পরিচালনা করা হবে না যা ‘গাজায় ফিলিস্তিনি বেসামরিকদের জীবন ঝুঁকিতে ফেলবে বা গাজার সম্পূর্ণ বা আংশিক ধ্বংস ডেকে আনবে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS