ভিডিও

আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারের জরুরি অবতরণ

প্রকাশিত: মে ২৫, ২০২৪, ০৬:১৪ বিকাল
আপডেট: মে ২৬, ২০২৪, ১২:৫৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

প্রতিকূল আবহাওয়ার কারণে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। প্রধানমন্ত্রী নিজেই আজ শনিবার (২৫ মে) এ তথ্য জানিয়েছেন।

তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ঘটনাটি ঘটেছে ভানাদজোরের কাছে। এটি আর্মেনিয়ার তৃতীয় বৃহৎ শহর এবং উত্তরের পার্বত্য অঞ্চল লোরি প্রদেশের রাজধানী। তিনি লিখেছেন, খারাপ আবহাওয়ার কারণে আমার হেলিকপ্টার ভানাদজোরে জরুরি অবতরণ করেছে। আমি তারপর গাড়িতে করে সফর করছি। সবার জন্য মঙ্গল কামনা করি। এ খবর দিয়েছে অনলাইন আনাদোলু। এতে বলা হয়, আজারবাইজান সীমান্তের কাছে বাগানিস বসতির দিকে অগ্রসর হচ্ছিলেন প্রধানমন্ত্রী। সম্প্রতি ওই অঞ্চলটিতে সীমানা নির্ধারণ করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS