আন্তর্জাতিক ডেস্ক : ১৩৫ জন যাত্রী নিয়ে টেকঅফের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে জরুরি অবতরণ করেছে ভারতীয় বিমান স্পাইস জেট।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রোববার সকালে স্পাইস জেটের এসজি-১২৪ নামের একটি বিমান টেকঅফের কিছুক্ষণের মধ্যেই এর ইঞ্জিনে একটি পাখির ধাক্কা লাগে। এতে পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে জরুরি অবতরণ করে বিমানটি। সকাল ১০টা ২৯ মিনিটে যাত্রা শুরুর পর ১১টা নাগাদ সেটি জরুরি অবতরণ করে। বিমানটিতে মোট ১৩৫ জন যাত্রীর সঙ্গে বেশ কয়েকজন ক্রুও ছিল।বিমান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, স্পাইস জেটের বিমানটি বি-৭৩৭ শ্রেণির। ১০টা ২৯ মিনিটে সেটি যাত্রা শুরু করে। দিল্লি থেকে লে যাওয়ার পথে ২ নম্বর ইঞ্জিনে একটি পাখি ধাক্কা মারে। বিমানটি দিল্লিতে জরুরি অবতরণ করে। যাত্রীরা সকলেই নিরাপদে আছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।