আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত দু’জন। সোমবার (২৭ মে) বিনত জেবিল শহরের একটি হাসপাতালের প্রবেশপথের পাশেই হামলার এ ঘটনা ঘটে। খবর : এপি
হামলায় মোটরসাইকেল চালক ও হাসপাতালের নিরাপত্তারক্ষী নিহত হন। আহত হয়েছেন অন্তত ৯ জন। চালককে লক্ষ্য করে কেন হামলা চালানো হলো, তা জানা যায়নি। এমনকি কেন তাকে টার্গেট করা হলো, তাও পরিষ্কার নয়। হামলার বিষয়ে কোনও বিবৃতি দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। তবে বলেছে, সন্ত্রাসীদের লক্ষ্য করে লেবাননের অন্যান্য শহরে হামলা চালানো হচ্ছে।
গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার একদিন পর, ৮ অক্টোবর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। ইসরায়েলের পালটা হামলায় এ পর্যন্ত লেবাননে ৪০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন। এদের বেশিরভাগই হিজবুল্লাহ ও তার সহযোগী সংগঠনের সদস্য।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।