ভিডিও

কন্যাকুমারীতে ২ দিনের ধ্যানে বসছেন মোদি

প্রকাশিত: মে ৩১, ২০২৪, ০৭:১৯ বিকাল
আপডেট: মে ৩১, ২০২৪, ১০:২২ রাত
আমাদেরকে ফলো করুন

লোকসভা নির্বাচনের প্রচার শেষ বরাবরের মতো এবারো ধ্যানে বসছেন নরেন্দ্র মোদি।

২০১৪ তে প্রতাপগড়, ২০১৯ এ কেদারনাথ, এবার কন্যাকুমারীতে স্বামী বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন নরেন্দ্র মোদি।

দেশটির সর্বশেষ স্থলভাগ কন্যাকুমারীতে ২ দিন ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।

দেশটির উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ মে দুপুরে তিরুঅনন্তপুরমে বিমান থেকে নামবেন মোদী।

এরপর একটি এম-১৭ হেলিকপ্টারে করে কন্যাকুমারীতে নামবেন বিকেল ৪টা ৩৫ মিনিটে। সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে কন্যাকুমারীর অপরূপ সৌন্দর্যে মোড়া বিবেকানন্দ রক থেকে সূর্যাস্ত দেখবেন। দুদিন ধ্যানের পর কন্যাকুমারী থেকে ১ জুন দুপুর সাড়ে ৩টা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন মোদি। বিকেল ৪টা ১০ মিনিটে তিরুঅনন্তপুরম বিমানবন্দর থেকে ভারতীয় বিমান বাহিনীর এয়ারক্রাফটে দিল্লি ফিরবেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS